মাদ্রাসার মাঠ দখল করে দোকান, ছাত্রীদের নিয়ে বখাটেদের আপত্তিকর মন্তব্য

প্রকাশিত: মার্চ ১২, ২০২২; সময়: ৪:২৩ অপরাহ্ণ |
মাদ্রাসার মাঠ দখল করে দোকান, ছাত্রীদের নিয়ে বখাটেদের আপত্তিকর মন্তব্য

পদ্মাটাইমস ডেস্ক : মাদ্রাসা মাঠে দোকান। আর সে দোকান থেকে প্রতিদিনই বখাটেরদের উত্যক্তের শিকার হতে হচ্ছে ছাত্রীদের। এতে অতিষ্ঠ শিক্ষার্থীরা বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালেও মিলছে না কোনো প্রতিকার। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রোকনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে।

অবশ্য মাদ্রাসা কর্তৃপক্ষ ওই দোকান অপসারণে বারবার তাগাদা দিলেও দোকানদাররা প্রভাবশালী হওয়ায় উল্টো তাদেরকেই হুমকি দিচ্ছে বলে জানান মাদ্রাসা সুপার মো. দলিলুর রহমান মুক্তা।

রোকনপুর ইসলামী দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলামিন হোসেন জানান, উপজেলার তালম ইউনিয়নের রোকনপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নিজস্ব খেলার মাঠের পশ্চিম অংশে মাদ্রাসার জায়গা দখল করে ওই এলাকার আব্দুল কুদ্দুস, শাহজাহান, আলামিন, কালাম, খালেক চা ষ্টল ও মুদি দোকান দিয়ে ব্যবসা করছেন। পাশাপাশি সেখানে আরও রয়েছে একটি ভুঁইফোড় ক্লাব ঘর।

এসব দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনার পাশাপাশি টাকা দিয়ে চলে বখাটেদের কেরাম খেলা। বিশেষ করে সকালে মাদ্রাসা খোলার আগেই এলাকার কিছু বখাটে কেরাম খেলা শুরু করে। আর এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা আসা যাওয়া ও মাঠে চলাচল করার সময় তাদেরকে নানাভাবে উত্যক্ত করে থাকে।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় ওই মাদ্রাসার জায়গায় গড়ে তোলা দোকানগুলো উচ্ছেদের সিদ্ধান্ত হয়। কিন্তু দোকানদারদেরকে একাধিকবার ওই সিদ্ধান্তের কথা জানালেও তারা মাদ্রাসার জায়গা ছাড়ছে না। বরং তারাই উল্টো মাদ্রাসা কর্তৃপক্ষকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এ নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটিই বিব্রত বলেও জানান তিনি।

তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, মাদ্রাসার নিজস্ব খেলার মাঠ দখল করে দোকান ও ক্লাব ঘর গড়ে তোলা সম্পূর্ণ অবৈধ। এদের উচ্ছেদে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে