বন্দরে ধাক্কায় ডুবল লাইটার জাহাজ, নিখোঁজ ৮

প্রকাশিত: মার্চ ১৯, ২০২২; সময়: ১১:১২ পূর্বাহ্ণ |
বন্দরে ধাক্কায় ডুবল লাইটার জাহাজ, নিখোঁজ ৮

পদ্মাটাইমস ডেস্ক : ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবোঝাই বাল্কহেড ডুবির ঘটনার কয়েক ঘণ্টা যেতে না যেতেই এবার আরও সাগরে একটি লাইটার জাহাজডুবির খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালুবাহী জাহাজের ধাক্কায় টিটু-১৪ নামে একটি লাইটার ভেসেল ডুবে গেছে। এ ঘটনায় আটজন নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, লাইটার জাহাজ ডুবির ঘটনায় তাদের কন্টিনজেন্ট, সাঙ্গু কন্টিনজেন্ট, কুতুবদিয়া কন্টিনজেন্ট ও সদর কন্টিনজেন্ট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। এছাড়া আরও আটজন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকায় সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুমতি নামে একটি বাল্কহেড ডুবে যায়। এতে লঞ্চটির সামনের অংশ ফেটে অচল হয়ে পড়ে। নদীর চরে তাৎক্ষণিক লঞ্চটি ভেড়ালে নৌযানটিতে খাবা ৩৫০ যাত্রী রক্ষা পান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে