তাড়াশে শতাব্দী প্রাচীন বউ মেলায় হাজারও মানুষের ঢল

প্রকাশিত: মার্চ ১৯, ২০২২; সময়: ১২:২৮ অপরাহ্ণ |
তাড়াশে শতাব্দী প্রাচীন বউ মেলায় হাজারও মানুষের ঢল

নূর ইসলাম রোমান, তাড়াশ : তাড়াশে শতাব্দী প্রাচীন বউ মেলা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৯ মার্চ) উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ শাহ্ শরীফ জিন্দানীর (রহঃ) মাজার এলাকায় উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ বিশাল মেলা অনুষ্ঠিত হচ্ছে।

ঐতিহ্যবাহী বউ মেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজারও মানুষের ঢল নামতে শুরু করে। মেলায় নতুন বউদের পাশাপাশি কিশোরী, যুবতী, গৃহবধূ, বৃদ্ধা, দর্শনার্থী এবং উৎসুক জনতার এক মিলন মেলায় পরিণত হয়।

নববধূ সেলিনা, স্বপ্না, আরজিনা, রুপালি, সাথী গৃহবধূ সালমা, ছকিনা, পপি, ইতি বৃদ্ধা মরিয়ম, জরিনা, ছবুরাসহ আরও অনেকে বলেন, শ’ শ’ বছরের পুরনো রীতি অনুসারে নারীদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও গৃহস্থালি সরঞ্জামাদি কেনাকাটার জন্য প্রতিবছর ওরশ শরীফের শেষের দিন এ মেলার আয়োজন করা হয়।

মেলা থেকে বিভিন্ন সাজ-গোজের জিনিস ক্রয় করেন নববধূ ও তরুণীরা। এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এবং নিত্যব্যবহার্য বটি, বেলনা, পিড়ে, কুলা, ধামা, পাখা, চালনা, পাটি, ঝাড়ুসহ আরও অনেক কিছু কিনে থাকেন সবাই।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে