নিয়ামতপুরে পুকুরের লীজদাতারাই ক্ষতি করল ৩ লক্ষাধিক মাছ

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২; সময়: ৩:২৮ অপরাহ্ণ |
নিয়ামতপুরে পুকুরের লীজদাতারাই ক্ষতি করল ৩ লক্ষাধিক মাছ

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : আমি যাদের কাছ থেকে পুকুর লীজ নিয়ে মাছ চাষ করছি, সেই লীজ দাতারাই আমার পুকুরের প্রায় ৩ লক্ষাধিক মাছ মেরে ফেলেছে। আমার এতবড় ক্ষতি তারা কেন করল। আমি এর বিচার চাই।

এমটই অভিযোগ করে কান্না বিজড়িত কন্ঠে বলছিলেন উপজেলা ভাবিচা ইউনিয়নের চন্ডিপুর বড়পাড়ার মৃত মহির মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৮)।

তিনি অভিযোগ করে আরো বলেন, আমি ১ লক্ষ ৫০ হাজার টাকায় তিন বছরের জন্য আমার গ্রামের হিন্দুপাড়ার মৃত- মহনের ছেলে বিদু (৫৫), দিজেন (৫২), চিত্র (৪৮) এবং সাহেব (৪০) এর কাছ থেকে লীজ নিয়েছি। ইতি মধ্যে মাত্র ১৮ মাস অতিবাহিত হয়েছে। গত তিন মাস পূর্বে পুকুর পাড়ে থাকা দুইটি তালগাছ তারা (পুকুর মালিক) কেটে পানিতে ফেলে রেখে দেয়। আমি তাদের গাছগুলো উঠিয়ে নিতে বলি কারণ তালগাছ পানিতে থাকলে পানি বিষাক্ত হয়ে মাছে ক্ষতি হবে।

তারা আজ কাল করে গাছগুলো তুলে নাই। বরং কয়েকদিন আগে আরো দুটি তালগাছ কেটে পানিতে ফেলে। ফলে গত ২১ মার্চ মঙ্গলবার আমার পুকুরের পানি বিষাক্ত ও গ্যাস সৃষ্টি হয়ে প্রায় ৩ লক্ষাধিক মাছ মরে গেছে। আমি স্বর্বশান্ত হয়ে গেছে।

পুকুরের পার্শ্বে বসবাসকারী প্রত্যক্ষদর্শী মৃত- তাহের আলীর ছেলে একরামুল হক, ক্ষিতিশ বর্মনের ছেলে রতন ও বাবুর স্ত্রী পলি জানায় ২১ মার্চ মঙ্গলবার সকালে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখেছি। কি কারণে মারা গেছে আমরা তা বলতে পারবো না।

লীজদাতাদের মধ্য হতে ছোট ভাই সাহেব জানান, আমরা তালগাছ কেটে একমাস আগে পুকুরে ফেলে রেখেছিলাম। সেদিন পুকুরে মাছ মারা গেছে তবে কি কারণে বা কত টাকার মাছ তা আমরা বলতে পারবো না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে