নওগাঁয় প্রস্তাবিত বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২; সময়: ৩:৩৯ অপরাহ্ণ |
নওগাঁয় প্রস্তাবিত বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর: নওগাঁয় অনুমোদিত বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় জেলার মহাদেবপুর উপজেলার নওহাটার মোড় এলাকায় স্থাপনের দাবীতে শুক্রবার নওহাটার মোড়ে সকাল ১০ টা থেকে ঘন্টাকালব্যাপী মানববন্ধন পালিত হয়েছে।

মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ প্রায় ১ হাজার মানুষ স্বতঃফুর্তভাবে অংশগ্রহণ করেন। সচেতন শিক্ষক, শিক্ষার্থী ও নওগাঁবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

এ মানববন্ধনে বলিহার ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু নাসেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, ভীমপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাসান আলী মন্ডল, মোশারফ হোসেন বকুল, সাবেক শিক্ষা অফিসার আফাজ উদ্দীন মন্ডল, উত্তরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, বদলগাছী মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল প্রমূখ।

এ সময় উদ্যোক্তাদের মধ্য থেকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাশেদ আলী, মুনির হোসেন, জাকির, উজ্জ্বল, মামুন, মোস্তাকিম, আশাদুল, নাহিদ।

বক্তারা বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর চৌমাশিয়া নওহাটা মোড় এলাকায় প্রতিষ্ঠার দাবী জানিয়ে বলেন, এই এলাকাটি জেলার মধ্যবর্তী স্থান। এছাড়াও জেলা সদর থেকে ৯ টি উপজেলা সদরের সংযোগস্থল।

এখানে বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে অন্যান্য জেলার পাশাপাশি পাশ্ববর্তী চাঁপাই নবাবগঞ্জ ও জয়পুরহাট জেলার ছাত্রছাত্রীরা বিশেষ সুবিধা পাবে।

তারা মানববন্ধনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানিয়ে বলেন, পর্যবেক্ষণ টিম গঠন করে সঠিক ভাবে তদন্ত করলে জেলার মধ্যে নওহাটা মোড় এলাকায় বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সঠিক স্থান বলে বিবেচিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে