চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: মার্চ ২৫, ২০২২; সময়: ৯:৩৪ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইনসহ আনশুর নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ মার্চ শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান টি চালানো হয় বলে নিশ্চিত করেছেন, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার।

গ্রেপ্তার আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের চর শেখালীপুর (রাবণ পাড়া, তৈয়ব হাজীর টোলা) এর জাকাতুল্লাহর ছেলে
আনশুর আলী (৪০)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে এসআই রিপন কুমার মন্ডলসহ সঙ্গীয় ফোর্স সারারাত শাহাজাহানপুরে আসামির বাড়ির আশপাশে ওঁৎ পেতে থাকে। এরই এক পর্যায়ে ভোর সাড়ে ৪ টার দিকে আনশুর বাড়ি থেকে ছোটবড় পলিথিন ব্যাগে রক্ষিত ২ কেজি হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় ডিবি।

এ সময় নগদ ৩০ হাজার টাকা, একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে