জয়পুরহাটে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২; সময়: ১০:৩৩ পূর্বাহ্ণ |
জয়পুরহাটে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে বম্বু ইউনিয়নের কড়ই কাদিপুর বধ্যভূমিতে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২২ উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সদর নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহমেদ চৌধুরী প্রমূখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৪ এপ্রিল পাকিস্তানী হানাদার বাহিনী গভীর রাতে দখলে নেয় জয়পুরহাট শহর। ২৫ এপ্রিল জেলার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নির্বিচারে হত্যাযজ্ঞ ও লুটপাট চালায় তারা। পরদিন কড়ইকাদিপুর গ্রামে দেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী একসঙ্গে ৩শ ৭১ জন নিরীহ গ্রামবাসিকে হত্যা করে। শহীদদের স্মরণে এই গ্রামে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ। সেই নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করে এখনো শিউরে ওঠে শহীদ পরিবারের সদস্য ও গ্রামবাসী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে