সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির মোমবাতি প্রজ্জ্বলন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২; সময়: ১০:৪০ পূর্বাহ্ণ |
সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির মোমবাতি প্রজ্জ্বলন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলন করেছে।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় তারা একই সাথে বধ্যভূমি, গণহত্যা স্থান, যুদ্ধস্থান ও শহরের বিভিন্ন স্কুল কলেজের শহীদ মিনারে একাত্তরের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

সিরাজগঞ্জের পুরাতন জেলখানা ঘাট, সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, পাচঁরাস্তা শহীদ মিনার, বাহিরগোলা রেলব্রীজ, রেল কলোনী, ভাটপিয়ারী শালুয়াভিটা, শিয়ালকোল, চন্ডিদাসগাতী, ছোনগাছা, ধিতপুর, কান্দাপাড়া, চুনিয়াহাটি, কামারখন্দ নান্দিনা স্কুল, উল্লাপাড়া চরিয়াশিকা, তাড়াশ আমবাড়িয়া, ইসলামিয়া কলেজ, ভিক্টোরিয়া স্কুল, সবুজ কানন স্কুল এন্ড কলেজ, রানীগ্রাম স্কুল, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, হৈমবালা উচ্চ বালিকা বিদ্যালয়, পি.ডি.পি স্কুল, মওলানা ভাসানী কলেজসহ প্রায় ৫০টি স্থানে ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে এই মোমবাতি প্রজ্জলন করা হয়।

বিভিন্ন স্থানে এই কর্মসূচির নেতৃত্ব দেন, গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, বীর মুুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন বানু, নব কুমার কর্মকার, শহিদুল আলম প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে