রাণীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২২; সময়: ২:১০ অপরাহ্ণ |
রাণীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দিন ব্যাপী নানান কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা পরিষদ, রাজনৈতিক, সামাজি ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদযাপন করা হয়।

কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, রাণীনগর থানাপুলিশ,উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, রাণীনগর থানার ওসি শাহীন আকন্দ, ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রশানের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে