বাগমারায় ইউনিয়ন গুলোতে গণশুনানীর কার্যক্রম শুরু

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২; সময়: ১:০২ অপরাহ্ণ |
বাগমারায় ইউনিয়ন গুলোতে গণশুনানীর কার্যক্রম শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : কার্যকর জবাব দিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় রাজশাহীর বাগমারায় প্রথম ইউনিয়ন পরিষদে উম্মুক্ত গণশুনানীর কার্যক্রম শুরু হয়েছে। বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন পরিষদে রোববার দিনব্যাপী গণশুনানীর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গনিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউপি চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রুঞ্জুর সভাপতিত্বে ও ইউপি সদস্য আব্দুস সোবহান মন্ডলের পরিচালনায় উম্মুক্ত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সম্মানিত সভাপতি আশাদুল ইসলাম সান্টু। গণশুনানীতে অংশ গ্রহন করেন, আব্দুস সাত্তার শাহ, আব্দুল জব্বার, সুলতান মাহমুদ শাহ,ইউপি সদস্য আকবর আলীসহ সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিসহ সাধারন মানুষ।

ইউনিয়ন পরিষদে গণশুনানীর এমন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মানুষ। জনপ্রতিনিধিদের কার্যক্রমে সাধারন মানুষের তাদের মনের ভাব প্রকাশ করতে পারেন সেই জন্য এমন ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন বলে জানিয়েছেন প্রকল্পের জেলা প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে