জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

প্রকাশিত: মার্চ ২৮, ২০২২; সময়: ৪:১৮ অপরাহ্ণ |
জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি, চত্বরে এ মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার সুপার মাছুম আহাম্মদ ভুঞা।

ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) এবং বাংলাদেশ ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) যৌথভাবে এর আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাস।

এবার মেলায় ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬০ জন ক্ষুদে বিজ্ঞানী অংশ নিয়েছে। তাদের জন্য ৭৫টি গবেষণা কেন্দ্র থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে