বিয়ের আগে সঙ্গীকে যে প্রশ্নগুলো করা খুব জরুরি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২২; সময়: ১০:০৭ পূর্বাহ্ণ |
বিয়ের আগে সঙ্গীকে যে প্রশ্নগুলো করা খুব জরুরি

পদ্মাটাইমস ডেস্ক : বিয়ে দুটি মানুষকে সারাজীবনের জন্য এক করে দেয়। সুখে দুঃখে একে অপরের পাশে ছায়ার মতো থাকার অনুমতি বা প্রতিশ্রুতিই হচ্ছে বিয়ে। অর্থাৎ বিয়ের মাধ্যমে দুই হাত এক করে নেয়া হয় সারা জীবন একসঙ্গে থাকার শপথ নিয়ে। তাই এ সম্পর্কে দুজনের মনের মিল খুবই জরুরি।

তবে বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই জীবনসঙ্গীর ভালো-মন্দ সম্পর্কে জানা উচিত। কারণ বিয়ের আগে কিছু কথোপকথন আবশ্যিক। জেনে নিন বিয়ের আগে আপনার জীবনসঙ্গীকে যে প্রশ্নগুলো অবশ্যই করবেন-

>> বিয়ের আগে সঙ্গীর অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করুন। দাম্পত্য জীবনে পরস্পরের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আগে থেকেই জানা জরুরি। আর্থিক অবস্থা ভালো হোক বা খারাপ দুই জনে কীভাবে এগিয়ে যেতে চান তা বিয়ের আগেই আলোচনা করে নেয়া উত্তম।

>> বিয়ের পরপরই সন্তান নিতে হবে, এ ধারণা অনেক পুরোনো। সন্তানধারণ নিয়ে হবু স্ত্রীর মতামত কী সেটিও জানা জরুরি। অসম্মতি থাকলে আলোচনা করুন।

>> যৌন জীবন নিয়েও আলোচনা করা অবশ্যই উচিত। কারণ সুস্থ যৌন জীবন সুস্থ দাম্পত্যের চাবিকাঠি, কাজেই লজ্জা না করে স্পষ্টভাবে এ বিষয়েও কথা বলুন।

>> পরস্পরের মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলুন একে অন্যের সঙ্গে। সঙ্গীর নিরাপত্তাহীনতা বা মানসিক অবসাদে আপনার ভূমিকা কী হবে তা নিয়ে ধারণা থাকলে দাম্পত্য কলহ কমবে।

>> সর্বশেষ বিয়েতে অনেক ক্ষেত্রেই দুজন মানুষ ছাড়াও জড়িয়ে থাকে দুটি পরিবার। দুজনের পরিবারের মধ্যে রসায়ন কেমন হবে তাও আগে থেকে জেনে নেয়া উত্তম হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে