ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট বন্ধ করার উপায়

প্রকাশিত: মার্চ ৩১, ২০২২; সময়: ৯:৪১ পূর্বাহ্ণ |
ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট বন্ধ করার উপায়

পদ্মাটাইমস ডেস্ক : অ্যানড্রয়েড ফোনে নিয়মিত সিস্টেম ও অ্যাপ আপডেট হয়। আপডেট হওয়ার সময় ডিভাইস স্লো হয়ে যায়। তখন জরুরি অনেক কাজ করা কঠিন। যদিও অ্যাপডেট হওয়ার পর ফোনের গতি স্বাভাবিক হয়।

কিন্তু এই আপডেট অনেকের কাছে বিরক্তির কারণ। অন্যদিকে আপডেটের সময় ফোনের ডাটা খরচ হয়। তাই ফোন আপডেটের ঝক্কি থেকে অনেকেই রেহাই চান। জানুন ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট বন্ধ রাখার উপায়।

সব অ্যাপ অটোমেটিক আপডেট বন্ধের উপায়-

স্টেপ ১: গুগল প্লে স্টোর ওপেন করুন।

স্টেপ ২: ডান দিকে উপরে নিজের প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

স্টেপ ৩: ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস সিলেক্ট করুন।

স্টেপ ৪: এখানে ‘নেটওয়ার্ক অ্যান্ড প্রেফারেন্সেস’ অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৫: এখানে অটো-আপডেট অ্যাপস অপশন সিলেক্ট করুন, পপ-আপ মেনুতে আরও অপশন দেখতে পাবেন।

স্টেপ ৬: এখানে ‘ডোন্ট অটো-আপডেট অ্যাপস’ অপশন সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ অটো আপডেট হবে না।

নির্দিষ্ট কোন অ্যাপ অটো আপডেট বন্ধ করার উপায়-

স্টেপ ১: গুগল প্লে স্টোর ওপেন করে যে অ্যাপের অটো আপডেট বন্ধ করতে চান সেই অ্যাপ ওপেন করুন।

স্টেপ ২: ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।

স্টেপ ৩: এবার ‘এনেবল অটো আপডেট’ অপশন আনটিক করে দিন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে