মাঝরাতে খিদে পাওয়া যে ভয়ানক রোগের লক্ষণ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২২; সময়: ২:১৩ অপরাহ্ণ |
মাঝরাতে খিদে পাওয়া যে ভয়ানক রোগের লক্ষণ

পদ্মাটাইমস ডেস্ক : রাতে খাবার খাওয়ার পর সাধারণত সবাই ঘুমান। সকাল ছাড়া এরপর খাবার খাওয়ার আর কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু অনেকেই আছেন যাদের রাত গড়াতেই ফের খিদে পেয়ে যায়। অনিদ্রা বা ঘুম না আসার সমস্যায় ভুগলেই মূলত রাতে খিদে বেশি পায়। মধ্যরাতে খিদে পাওয়ার এই প্রবণতা হালকা ভাবে নিয়ে থাকেন অনেকে।

তবে চিকিৎসকরা বলছেন, এটি এক ধরনের শারীরিক সমস্যা। চিকিৎসা পরিভাষায় যার নাম ‘নাইট ইটিং ডিসঅর্ডার’(এনইডি)। প্রায় ১০০ জনের মধ্যে ১ জন এই সমস্যায় ভুগে থাকেন। এর হাত ধরে স্থূলতা, ডায়াবেটিস, রক্তচাপ এবং বিভিন্ন দীর্ঘস্থায়ী অসুখের জন্ম নেয়।

‘এনইডি’ থাকার ফলে ওজন কমানোও কঠিন হয়ে পড়ে। বেশি ওজন, দিনে কম ক্যালোরি যুক্ত খাবার খাওয়া বা পরিবারে কারও এই সমস্যা থাকলে ‘এনইডি’ তে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়।

‘এনইডি’-এর প্রাথমিক লক্ষণগুলো কী কী?

>> প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দু’দিন রাতে উঠে কিছু খাওয়ার প্রয়োজন পড়বে।

>> রাতের খাবার খাওয়ার এবং ঘুমিয়ে পড়ার মধ্যে বারে বারে খিদে পেতে পারে।

>> দীর্ঘদিন ধরে অনিদ্রার সমস্যা।

>> সকালে উঠে খিদে কমে যাওয়া।

কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন এই সমস্যা?

রাতে জেগে থাকার ফলে খিদে পাওয়ার প্রবণতা বেশি তৈরি হয়। কোনো বিষয় নিয়ে অত্যধিক চিন্তা করা, মানসিক উদ্বেগ ঘুম না আসার অন্যতম কারণ। তাই রাতে খাওয়ার পর ঘুমনোর আগে মন শান্ত করতে কিছুক্ষণ ধ্যানে বসুন। মন ও মস্তিষ্ক দুই-ই স্থির হবে। ঘুম না আসা বা বারে বারে ঘুম ভেঙে যাওয়ার সমস্যা কমতে পারে। আর ভালো ঘুম হলে রাতেও আর খিদে পাবে না।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে