দূষিত বাতাস বিশুদ্ধ করবে হেডফোন

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২; সময়: ২:৫২ অপরাহ্ণ |
দূষিত বাতাস বিশুদ্ধ করবে হেডফোন

পদ্মাটাইমস ডেস্ক : বায়ু দূষণ এখন শহুরে জীবনের প্রধান সমস্যাগুলোর একটি। বিষয়টিকে মাথায় রেখে এগিয়ে এসেছে প্রযুক্তি। সম্প্রতি একটি দূষিত বাতাস শুদ্ধকরণ প্রযুক্তি পণ্য তৈরি করেছে ভ্যাকুয়াম ক্লিনারের জন্য সুপরিচিত কোম্পানি ডাইসন।

এটি মূলত একটি হেডফোন। এটি যা দূষিত বাতাস পরিশুদ্ধ করে স্বয়ংক্রিয়ভাবে আমাদের ভেতরে তা প্রবেশ করিয়ে দেবে। দুই কান ঢাকা দৃষ্টিনন্দন হেডফোন সঙ্গে বায়ুবিশুদ্ধকরণ মুখের ভিসারযুক্ত এই পণ্যটি দারুন জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছে ব্রিটিশ বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি।

ডাইসন জোন নামের হেডফোনটি তৈরিতে মোট ছয় বছর সময় লেগেছে। হেডফোনটি বর্তমান সময়ের অন্যতম সমস্যা বায়ুদূষণ প্রতিরোধে কার্যকরী হবে এমনভাবেই নকশা করা হয়েছে। একজন রিভিউয়ার জানিয়েছেন হেডফোনগুলো অবশ্যই ‘মাথা ঘুরিয়ে দেবে।’

গ্যাজেট বিষয়ক পাবলিকেশন পকেট-লিন্টের উপসম্পাদক ব্রিটা ও’বয়লি বলেছেন, ‘নকশাটি সত্যিকার অর্থেই দৃষ্টিনন্দন। শব্দের মানও খুব চমৎকার। হেডফোনটি খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই হেডফোনটি বিক্রি শুরু হবে। পণ্যটি বেশ ব্যয়বহুল হবে বলে জানান তিনি।

শব্দ দূষণ প্রতিরোধী এ হেডফোনটির একটি মোটর, ফ্যান এবং প্রতিটি এয়ার কাপে এয়ার ফিল্টার রয়েছে। এই ফিল্টারের মাধ্যমে বায়ু শোষণ করে সেখান থেকে নাইট্রোজেন ও সালফার ডাইঅক্সাইডের মতো দূষিত পদার্থগুলো পৃথক করা হয় এবং ধুলো-ময়লা ভেঙ্গে ফেলা হয়।

এভাবে বায়ু বিশুদ্ধ করে তা ভিসারের মাধ্যমে নাক ও মুখের ভেতরে প্রবেশ করানো হয়। এই ভিসার বা মুখোশটি হেডফোনের নিচ থেকে চৌম্বকভাবে সংযুক্ত থাকে।

কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে ,ফুসফুসে বিশুদ্ধ বায়ু পৌঁছানোর জন্য যন্ত্রটি ৯৭ শতাংশ কার্যকরী। হেডফোনটি কম ফিল্টার মোডে থাকলে এর ব্যাটারি চার ঘণ্টা চলবে ; আর বেশি ফিল্টার মোডে থাকলে দেড় ঘণ্টা চলবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে