কোটি টাকার বিষ্ণুমূর্তি নিয়ে ‘চোর-পুলিশ’ খেলা

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২; সময়: ১২:১৬ অপরাহ্ণ |
কোটি টাকার বিষ্ণুমূর্তি নিয়ে ‘চোর-পুলিশ’ খেলা

পদ্মাটাইমস ডেস্ক : নওগাঁর মান্দায় দেড় কোটি টাকা মূল্যের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার মহানগর গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- উপজেলার কালিসফা গ্রামের ৪৫ বছর বয়সী তারেকুর রহমান, মহানগর গ্রামের ৪০ বছরের শামসুজ্জামান, ৩০ বছরের সাদিকুল ইসলাম ও ৪৫ বছরের মোসলেম উদ্দিন।

পুলিশ জানায়, উপজেলার ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রামে একটি পুরাতন পুকুর ফের খননের জন্য পুকুর মালিক নিশারুল ইসলামের সঙ্গে চুক্তিবদ্ধ হন কালিসফা গ্রামের তারেকুর রহমান ও সাহাপুর গ্রামের হাকিম মণ্ডলের ছেলে আবদুল ওহাব হীরা।

ওই পুকুর থেকে মাটি কেটে সরানোর সময় ৯ এপ্রিল দুপুরে খননযন্ত্রের সাহায্যে একটি মূর্তি উঠে আসে। পরে মূর্তিটি একটি চটের বস্তায় ভরে মোটরসাইকেলে করে চলে যান জড়িতরা।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, সঠিক তথ্য পাওয়ার পরে মঙ্গলবার রাতে মহানগর গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

এটি মূল্যবান পাথরের মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে। যার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। এছাড়া আটকদের বিরুদ্ধে বুধবার বিকেলে একটি মামলা করেছে পুলিশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে