বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের ডুডল

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২; সময়: ১২:৫৫ অপরাহ্ণ |
বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের ডুডল

পদ্মাটাইমস ডেস্ক : আজ ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস। এবারের থিম ‘ইনভেস্ট ইন আওয়ার প্লানেট’, যার বাংলা পরিভাষা করলে দাঁড়ায়, ‘পৃথিবী গ্রহের উন্নয়নে বিনিয়োগ’। বিশ্বব্যাপী জলবায়ু সংকট এবং পরিবেশের অবক্ষয় সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিন নানা কর্মসূচিরও আয়োজন করা হয়।

বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। এবারের বিশ্ব ধরিত্রী দিবসেও তার ব্যতিক্রম হয়নি। দিনটির বিশেষ গুগলের ডুডল নজরে পড়েছে সবার।

এবারের ধরিত্রী দিবস উপলক্ষে গুগল তার ডুডলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিচ্ছবি প্রকাশ করেছে। ‘জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে আরও টেকসইভাবে বাঁচতে সবার একসঙ্গে কাজ করা প্রয়োজন’ এমনটিই জানিয়েছে গুগল।

আজকের ডুডলে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় হিমবাহ, গ্রীনল্যান্ডে সেরমারসুক হিমবাহের পশ্চাদপসরণ, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ ও জার্মানির হার্জ ফরেস্ট থেকে বাস্তব চিত্র প্রদর্শন করছে। যার মাধ্যমে জলবায়ু সংকটের প্রভাব সরাসরি প্রত্যক্ষ করছে সবাই।

সময়ের সঙ্গে সঙ্গে উষ্ণ তাপমাত্রা আবহাওয়ার ধরন পরিবর্তন করছে ও প্রকৃতির স্বাভাবিক ভারসাম্যকে ব্যাহত করছে। এটি মানুষ ও পৃথিবীর জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে।

বিশেষ কোনো দিবস বা বিষয় উপলক্ষে ডুডল প্রকাশ করে থাকে গুগল। গুগলের বিভিন্ন দিবসের সব ডুডল দেখা যাবে www.google.com/doodles ঠিকানায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে