ইউটিউবে সফল কন্টেন্ট ক্রিয়েটর রাকিন

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২; সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ |
ইউটিউবে সফল কন্টেন্ট ক্রিয়েটর রাকিন

পদ্মাটাইমস ডেস্ক : রাকিন আবসার। মি. আবসার নামে পরিচিত ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন চরিত্রে তাকে দেখা যায় হাস্যরসাত্মক নানা ভিডিওতে।

বর্তমানে কমেডির পাশাপাশি বিভিন্ন লাইফস্টাইল ভ্লগ তৈরি করেছেন রাকিন। ইউটিউবে এবং ডিজিটাল অন্যান্য প্লাটফর্মে রাকিন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর।

রাকিন প্রথমে ভাইন থেকে ইউটিউব, তারপর ফেসবুকেই নিয়মিত হয়েছেন। কমেডি ছাড়াও রাকিনের আগ্রহ অভিনয়ে। ভালো গল্প আর পরিচালক পেলে ভবিষ্যতে রাকিন নাটক বা সিনেমায় অভিনয় করতে চান।

তবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হলেও রাকিন মনে করেন, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন বা যেকোনো মিডিয়াভিত্তিক কাজে নিজেকে জড়াতে চাওয়া এখনও বিপজ্জনক। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, মিডিয়ার অস্থিরতা এবং দর্শকের রুচিশীলতাকে।

তবে নতুনদের জন্য রাকিন বলেন, ‘কেউ যদি নিজের কাজের ওপর ভরসা করেন, শুধু সস্তা জনপ্রিয়তার আশায় কাজ না করেন এবং সৃজনশীল কাজ করেন তবে নিজের পোক্ত অবস্থান তৈরি করে নিতে পারেন যে কেউ।

এছাড়া নিজের কাজ ও নিজের প্রতি সম্মান থাকাটা অত্যন্ত জরুরি। তবে শুরুর দিকে ভিউ কম আসবে এবং কাজের পেছনে লেগে থাকার মানসিকতা থাকতে হবে।’

নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং কমেডিয়ান হিসেবে নিজেদের অত্মপ্রকাশ করার কথা ভাবছেন তাদের উদ্দেশে রাকিন আরও বলেন, ‘কমেডি হোক কিংবা অন্য যে কোনো কাজ, সবসময় কাজ নিজের জন্য করা উচিত।

ভিউজ কিংবা পরিচিতি লাভের উদ্দেশ্যে এই ক্যারিয়ার শুরু না করাটাই উত্তম। নিজের আগ্রহ এবং ইচ্ছা কে প্রাধান্য দিয়ে কাজ করতে থাকলে একসময় সফলতা আসবেই।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে