ল্যাপটপ চিপসেট নিয়ে আসছে কোয়ালকম

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২; সময়: ৩:১২ অপরাহ্ণ |
ল্যাপটপ চিপসেট নিয়ে আসছে কোয়ালকম

পদ্মাটাইমস ডেস্ক : অ্যানড্রয়েডের উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপসেট তৈরি করে প্রযুক্তি বিশ্বে বেশ সুনাম কুড়িয়েছে টেক জায়েন্ট কোয়ালকম। এবার ল্যাপটপ চিপসেটের বাজারেও নিজেদের রাজত্ব দখল করতে প্রথমবারের মতো কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, কোয়ালকম ২০২২ সালে তাদের প্রথম ল্যাপটপ চিপসেট রিলিজ করতে পারে। এখানে মজার বিষয়টি হলো কোয়ালকম তাদের প্রথম পিসি চিপসেট তৈরিতেই সরাসরি অ্যাপলের এম ১ প্রসেসরের সাথে প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে।

কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টিয়ানো আমন জানিয়েছেন “কোয়ালকমের চিপ বাজারে সেরা ল্যাপটপ চিপ হতে চলেছে।

তবে এ ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রথমে এমন একটি চিপ নিয়ে কাজ করতে হবে যা অ্যাপল এম ১ প্রসেসরকে ছাপিয়ে যেতে পারে।

কোয়ালকম আরো জানিয়েছে, আসছে বছরই নুভিয়ার ডিজাইনে তৈরি করা এআরএম ল্যাপটপ চিপ বিক্রি শুরু করার জন্য সবকিছু প্রস্তুত রাখা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে