নগদ লভ্যাংশ দেবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২; সময়: ১২:০৭ অপরাহ্ণ |
নগদ লভ্যাংশ দেবে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

পদ্মাটাইমস ডেস্ক : শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটির পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা এক টাকা করে লভ্যাংশ পাবেন।

বুধবার (২৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে মঙ্গলবার ইন্স্যুরেন্স কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২১ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরের ক্রিস্টালের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮৩ পয়সা। সেখান থেকে ৪ কোটি শেয়ারহোল্ডারদের ১ টাকা করে মোট ৪ কোটি টাকা লভ্যাংশ দেওয়া হবে। বাকি টাকা কোম্পানির অন্যান্য খাতে ব্যয় করবে।

এর আগের বছর বিমা কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৮৯ পয়সা। ওই বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ জুন। ওদিন ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে