তাড়াশে টয়লেটের ওপরই ঘর করে থাকছেন ইজারাদার

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২; সময়: ৬:২৬ অপরাহ্ণ |
তাড়াশে টয়লেটের ওপরই ঘর করে থাকছেন ইজারাদার

নূর ইসলাম রোমান, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে পৌর পাবলিক টয়লেটের ওপর বসতঘর নির্মাণ করে সেখানে বসবাস করছেন ইজারাদার শ্রী লক্ষণ বাঁশ ফোঁর। ফলে জনগুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাটির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন মানুষজন।

নাম প্রকাশ না করার শর্তে তাড়াশ বাজারের বেশ কয়েকজন দোকানদার বলেন, পাবলিক টয়লেটের ওপর বসতি থাকার কারণে ঝুঁকি বেড়েছে। বিশেষ করে ভেঙে পড়ে বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

তাড়াশ পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, তাড়াশ বাজারের পুরাতন নিউ মার্কেটের ভেতরে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পৌর পাবলিক টয়লেট নির্মাণ করা হয় গত বছরে। এরপর এক বছরের জন্য ৩০ হাজার টাকায় ইজারা দেওয়া হয় তাড়াশ গ্রামের মৃত গনেশ চন্দ্র বাঁশ ফোঁর ছেলে শ্রী লক্ষণ বাঁশ ফোঁরের কাছে।

লক্ষণ বাঁশ ফোঁর বলেন, আমার স্ত্রী সন্তানদের নিয়ে বসবাসের জায়গা নাই। নিরুপায় হয়ে পৌর পাবলিক টয়লেটের ওপর বসতঘর করে আছি।

(২৮ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে সরজমিনে দেখা যায়, তাড়াশ পৌর পাবলিক টয়লেটের ওপর ইটের গাঁথনি আর টিনের চালের দুই কক্ষের বসতঘর নির্মাণ করেছেন শ্রী লক্ষণ বাঁশ ফোঁর।

তাড়াশ পৌরসভার সচিব আশরাফুল ইসলাম ভুঁইয়া বলেন, লক্ষণ বাঁশ ফোঁর সরকারি ছুটির মাঝে পৌর পাবলিক টয়লেটের ওপর বসতঘর তুলেছেন। এটা নিয়ম বহির্ভূত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে