টুইটারের শীর্ষ পদে বসছেন ইলন মাস্ক

প্রকাশিত: মে ৬, ২০২২; সময়: ৬:০২ অপরাহ্ণ |
টুইটারের শীর্ষ পদে বসছেন ইলন মাস্ক

পদ্মাটাইমস ডেস্ক : ৪৪ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কিনেছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এখন প্রতিষ্ঠানটির মালিকানা বুঝে নেওয়ার অপেক্ষায় আছেন তিনি।

মালিকানা বুঝে নেওয়ার পরই ইলন মাস্ক টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে বসবেন বলে শুক্রবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে টুইটারের শীর্ষ এই পদে তিনি বসবেন স্বল্প মেয়াদের জন্য।

গত মাসের শেষের দিকে টুইটারের পরিচালনা পর্ষদ ইলন মাস্কের ৪৪ বিলিয়ন ডলারের অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ করে। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক বর্তমানে মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দ্য বোরিং কোম্পানি এবং স্পেসএক্স নামে আরও দুটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে