ইউএনএ চেয়ারম্যান হলেন বিদিশা

প্রকাশিত: মে ৮, ২০২২; সময়: ৭:৫৯ অপরাহ্ণ |
ইউএনএ চেয়ারম্যান হলেন বিদিশা

পদ্মাটাইমস ডেস্ক : সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদিশা সিদ্দিকী। রোববার (৮ মে) ইউএনএ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হিসেবে বিদিশার নাম উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমান।

ইউএনএ’র মহাসচিব জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করা বিদিশা।

শেখ মুস্তাফিজুর রহমান জানান, ইউএনএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকেই পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল। তাই রোববারের সভায় বিভিন্ন দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সম্মিলিত জাতীয় জোটের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান নির্বাচন বিষয়ে বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিদিশা এরশাদের নাম নতুন চেয়ারম্যান হিসেবে উত্থাপন করেন।

এ সময় ইউএনএ’র মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান ছাড়াও সভায় উপস্থিত সব চেয়ারম্যান সমস্বরে প্রস্তাবের সঙ্গে ঐক্যমত্য পোষণ করেন। এতে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে