অন্যের হোয়াটসঅ্যাপ দখলে নেওয়ার নতুন উপায়

প্রকাশিত: মে ৩০, ২০২২; সময়: ১২:৪৫ অপরাহ্ণ |
অন্যের হোয়াটসঅ্যাপ দখলে নেওয়ার নতুন উপায়

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। জনপ্রিয়তার কারণে এই মেসেজিং অ্যাপকে নিশানা করে প্রতারকরা। খুব সহজেই এই অ্যাপ ব্যবহার করে অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আর এই কারণেই নিত্য নতুন উপায় নিয়ে গ্রাহকদের সর্বশান্ত করতে হাজির হয় প্রতারকরা। এবার একটি ফোন কলের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার উপায় পেয়েছে হ্যাকাররা।

ক্লাউড সেকের ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও রাহুল সাসি জানিয়েছেন খুব সহজেই নতুন উপায়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দখল নেওয়া সম্ভব। জানুন কী ভাবে?

গ্রাহককে ফাঁদে ফেলার জন্য প্রথমে হ্যাকারকে ফোন করে ‘৬৭’ অথবা ৪০৫ দিয়ে শুরু নম্বর ডায়াল করতে বলা হয়। এই কাজ করার সঙ্গে সঙ্গে ফোন থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যায়। এর পরেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দখল নিয়ে নেবে হ্যাকাররা।

রাহুল জানিয়েছেন, হ্যাকাররা প্রথমে আপনাকে ** ৬৭ * ১০ ডিজিট নম্বর অথবা * ৪০৫ * ১০ ডিজিট নম্বর ডায়াল করতে বলবে। নেটওয়ার্কে কল ফরওয়ার্ডের জন্য এই উপায় ব্যবহার করা হয়। অর্থাৎ একবার এই কাজ করলে আপনার নম্বরের সব ফোন হ্যাকারের নম্বরে যেতে শুরু করবে। এর পর ফোনের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন ভেরিফাই করার চেষ্টা করবে হ্যাকাররা।

এইভাবে খুব সহজ উপায়ে আপনাকে বোকা বানিয়ে অ্যাকাউন্ট হাতিয়ে নিয়ে পারে প্রতারকরা। আপনার এক ভুলে আপনার অ্যাকাউন্টের সব তথ্য হ্যাকারের হাতে পৌঁছে যেতে পারে। যার ফলাফল খুবই বিপজ্জনক হতে পারে।

এই ধরনের ফোন থেকে নিজেকে দূরে রাখতে অচেনা নম্বর থেকে ফোন রিসিভ বন্ধ করতে পারে। কোন অচেনা নম্বর থেকে ফোন রিসিভ করলেও খুব সতর্কতার সঙ্গে কথা বলুন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে