বাগমারায় তেঘরিয়া-বিলবাড়ি হেরিংবন্ড রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: মে ৩১, ২০২২; সময়: ২:৩১ অপরাহ্ণ |
বাগমারায় তেঘরিয়া-বিলবাড়ি হেরিংবন্ড রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় শুভডাঙ্গা ইউনিয়নের তেঘরিয়া-বিলবাড়ি ৪৭৭ মিটার কাচা রাস্তা এইচবিবিকরণ করা হচ্ছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি থেকে রাস্তাটির ভিত্তিপ্রস্তর করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রুস্তম আলী, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, মচমইল ডিগ্রি কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুল মমিন, মচমইল উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল গোসেন আকাশ, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, আতিকুর রহমান আতিক, আলাউদ্দীন, ইউপি সদস্য আজাহার আলী, সুকমল কুমার, সাবেক সদস্য আব্দুল করিম সরদার, কাজের ঠিকাদার আব্দুল জব্বার প্রমুখ।

উপজেলা পরিষদের উন্নয়ন কর্মসূচীর আওতায় ২০২১-২২ অর্থ বছরে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছেন বাগমারা উপজেলা পরিষদ। রাস্তাটি এইচবিবিকরণ করা হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনে কাদা-পানির সমস্যা লাঘব হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে