বিসিএস ক্যাডারদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

প্রকাশিত: জুন ১২, ২০২২; সময়: ৭:১১ অপরাহ্ণ |
বিসিএস ক্যাডারদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, পাবনা : গফরগাও সরকারি কলেজ ও ময়মনসিংহে কর্মরত বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারদের ওপর সন্ত্রাসী হামলা ও লাঞ্চনার প্রতিবাদে পাবানয় কর্মবিরতি ও মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজের শিক্ষকরা।

রোববার দুপুরে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে বিসিএস সাধারন শিক্ষা এডওয়ার্ড কলেজ ইউনিট শাখার আয়োজনে ঘন্টাব্যাপি এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে ঢুকে শিক্ষার্থী নামধারী একদল সন্ত্রাসী গফরগাঁও সরকারী কলেজের ন্যক্কারজনক হামলা করেছে। এ ঘটনা শিক্ষকদের উদ্বেগের বিষয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, এমন ঘটনা আরো ঘটবে। তাই জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় বক্তব্য দেন, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আমিনুল হক, এডওয়ার্ড কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সম্পাদক ড. মিজানুর রহমান প্রমুখ।

এদিকে, একইদিন সকাল ১১টায় শহীদ বুলবুল সরকারি কলেজের উদ্যোগে কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শহীদ বুলবুল কলেজ ইউনিট পাবনার সভাপতি সহকারী অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও সম্পাদক সহকারী অধ্যাপক কায়সার আহম্মেদ।

বক্তাগণ ময়মনসিংহ এর গফরগাও সরকারি কলেজে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জনান। সেইসাথে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে