শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী পেলেন বকেয়া বেতন

প্রকাশিত: জুন ১২, ২০২২; সময়: ৭:১৯ অপরাহ্ণ |
শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী পেলেন বকেয়া বেতন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৫২ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের হাতে দুই মাসের বকেয়া বেতন তুলে দিয়েছেন মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।

রোববার দুপুরে মেয়রের কার্যালয়ে বকেয়া বেতনের চেক তুলে দেন তিনি। এর আগে গতবছর আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র প্রায় ১৫ কোটি টাকার দায় কাঁধে নিয়ে দায়িত্ব নেয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের ২২ মাসের বকেয়া বেতনের মধ্যে দুই মাসের বকেয়া বেতন ভাতা ও ঈদ বোনাস প্রদান করেন।

এরপর রোববার আরও দুই মাসের বকেয়া বেতন প্রদান করা হয়। এছাড়াও আগামী রোববার আরও একমাসের বকেয়া বেতন প্রদান করা হবে বলেও জানিয়েছেন মেয়র।

মেয়র মনিরুল ইসলাম বলেন, বিগত মেয়রদের সময়ে কর্মকর্তা-কর্মচারীদের ২২ মাসের বকেয়া বেতন ধীরে ধীরে পরিশোধ দেয়ার আপ্রাণ চেষ্টা করছি। একই সাথে শিবগঞ্জ পৌরবাসির জীবনযাত্রার মান উন্নয়নে সাধ্যমত কাজ করে যাচ্ছি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে