গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন

প্রকাশিত: জুন ১২, ২০২২; সময়: ৯:২৯ অপরাহ্ণ |
গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন

এস এম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন মেলামেশার পর প্রতারনা করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কলেজ ছাত্রী (১৯)। দাবি, বিয়ে না করা পর্যন্ত তিনি এ অনশন ছেড়ে যাবেন না।

রোববার (১২জুন) নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃগড়িলা গ্রামের মহারাজপুর পূর্বপাড়া ঘটনাটি ঘটেছে। ইকবাল হোসেন মহারাজপুর গ্রামের সৈয়দ আলী মন্ডলের ছেলে।

মেয়েটি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবা একজন গরবি ও শারিরিক প্রতিবন্ধী। আমি কলেজে পড়ার সময় ইকবাল হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছেলের মা আমাাকে বউমা বলে ডাকে এবং বিয়ে দেওয়া হবে বলে বিভিন্ন জায়গা বেড়াতে যেতে উৎসাহ দিয়েছে। যার কারণে বিভিন্ন জায়গায় আমি ইকবালের সঙ্গে গিয়েছি। ইকবালও আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে।

আমাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। পরবর্তীতে বিয়ের কথা বলতেই বিভিন্ন তালবাহানা করতে থাকে। এ নিয়ে সমাজে দুইবার সালিশও হয়েছে। তারা বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। আমি কোন উপায় না পেয়ে ছেলের বাড়িতে উঠেছি। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তাই আমাকে বিয়ে করতে হবে। তার কাছে অনেক ধরনের প্রমাণ রয়েছে বলে জানায়।

এসময় প্রেমিক ইকবালের বাড়িতে ভীড় জমান এলাকাবাসী। অনশনের ঘটনায় এলাকার জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এঘটনায় প্রেমিক ইকবাল হোসেন বাড়িতে না থাকায় তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২জুন) মহারাজপুর পূর্বপাড়া এলাকায় সৈয়দ আলী মন্ডলের ছেলে ইকবাল হোসেনের বাড়িতে এক কলেজ ছাত্রী বিয়ের দাবিতে অনশন করছে। মেয়েটি আসার পর ইকবালের বাড়ির ভিতর থেকে গেট আটকে রাখা হয়। মেয়েটি বাড়ির গেটে বসে অনশন করছে। এসময় প্রেমিক ইকবাল হোসেনকে দেখা যায়নি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মতিন বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে