সিলেটে ভারী বৃষ্টিপাত, প্লাবিত হচ্ছে উঁচু এলাকাও

প্রকাশিত: জুন ১৮, ২০২২; সময়: ৩:৪০ অপরাহ্ণ |
সিলেটে ভারী বৃষ্টিপাত, প্লাবিত হচ্ছে উঁচু এলাকাও

পদ্মাটাইমস ডেস্ক : এমনিতেই বন্যার কারণে নাজুক সিলেটের পরিস্থিতি। এর মধ্যেই অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। শনিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা বৃষ্টিতে সিলেট নগরের অনেক এলাকায় নতুন করে পানি প্রবেশ করেছে।

নগরীর মদীনা মার্কেট, বাগবাড়ি, সুবিদবাজার, কলাপাড়া, আম্বরখানা, চৌহাট্টাসহ অনেক উঁচু এলাকা আজ পানির নিচে তলিয়ে গেছে। প্রবল স্রোতসহ পানি প্রবেশ করতে থাকায় এসব এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

সুবিদবাজার এলাকার বাসিন্দা আবুল খায়ের বলেন, এত প্রবল স্রোতে পানি প্রবেশ করতে এর আগে কখনো দেখিনি। এসব পানি হয়ত পাহাড়ি ঢলের কারণে আশপাশের উপজেলা তলিয়ে নগরীতে প্রবেশ করছে।

ঘণ্টাখানেক সময়ের মধ্যে বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। নগরের ড্রেন-রাস্তা উপচে পানি প্রবেশ করছে বাড়িঘরে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে।

নগরীর দরগা মহল্লা এলাকায় জাফরান নামে একটি রেস্টুরেন্টে কর্মরত জাফর আলী বলেন, এই এলাকায় সাারণত বন্যার পানি প্রবেশ করে না। আজ সকাল ৯টা থেকে অবিরাম ভারী বর্ষণে রাস্তাঘাট ডুবে গেছে। পানি আরও বাড়লে আমাদের হোটেলেও প্রবেশ করবে। সব মিলিয়ে খুব খারাপ অবস্থা যাচ্ছে আমাদের।

নগরের বাগবাড়ির বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, এত ভয়াবহ পরিস্থিতি আমি এর আগে কখনো দেখিনি। বন্যা হয়ে পানি বেড়েছে কিন্তু এরকম উজানি ঢল আর একইসঙ্গে এত বৃষ্টিপাত দেখিনি।

সিলেট আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ এক আবহাওয়াবিদ জানান, গত ২৪ ঘণ্টায় সিলেটে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল এক ১০৮.৭ মিলিমিটার। সেখানে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৫৭ মিলিমিটার।

এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ছিল ৪৭ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে দুুপুর ১২টা পর্যন্ত ছিল ১১০ মিলিমিটার। আজ আরও বৃষ্টি হবে এবং এই অবস্থা আরও ২-৩ দিন অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে