সুজানগরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

প্রকাশিত: আগস্ট ৭, ২০২২; সময়: ১০:০৫ অপরাহ্ণ |
সুজানগরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় খন্দকার বিজনেস পয়েন্ট নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আভিযানিক দল।

রবিবার দুপুর ১২টার দিকে সুজানগর পৌর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার একটি আভিযানিক দল এ অভিযান চালায় । এ সময় ১২ কেজি ওমেরা গ্যাস সিলিন্ডার যেখানে গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত ১২১৯ টাকায় বিক্রি করার কথা,সেখানে পাইকারি পর্যায়েই ওমেরা গ্যাস সিলিন্ডারের ডিলার খন্দকার বিজনেস পয়েন্টের কর্ণধার তপন ১২৯০ টাকা বিক্রি করায় এ জরিমানা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযানে নেতৃত্ব দেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.জহিরুল ইসলাম। এ সময় জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রবিউল হাসান উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলাম জানান, এমন অভিযান অব্যাহত থাকবে ।

এদিকে খন্দকার বিজনেস পয়েন্ট এর কর্ণধার তপন জানান কোম্পানি থেকেই আমাদের বেশি দামে গ্যাস সিলিন্ডার কিনতে হয় । এবং সে সকল ক্রয় ভাউচার দেখানোর পরও এ জরিমানা করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে