কমেনি ডিম-ব্রয়লার, সবজি-মাছের দাম

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২; সময়: ১০:৩৫ পূর্বাহ্ণ |
কমেনি ডিম-ব্রয়লার, সবজি-মাছের দাম

পদ্মাটাইমস ডেস্ক : হঠাৎ করেই দাম বেড়ে যাওয়া ব্রয়লার মুরগি ও ডিমের দাম এখনো আগের অবস্থানেই রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকা কেজি দরে আর ডিমের হালি ৫০ টাকা।

শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

আগস্টের শুরুতে ব্রয়লারের খাবারের দাম বেড়ে গেছে এমন কারণ দেখিয়ে ব্রয়লার মুরগির দাম বাড়ায় খামারিরা। খামার থেকে ব্রয়লার মুরগি বিক্রি করা হয় ১৭০ টাকা কেজি দরে। হাত বদল হয়ে খুচরা বাজারে তা বিক্রি হয় ২১০ টাকা কেজি দরে। এ সপ্তাহেও দাম কমেনি ব্রয়লারের।

একই সঙ্গে দাম বেড়ে যায় ডিমের। জুলাইয়ে ৩৬ টাকা হালি দরে বিক্রি হওয়া ডিম আগস্টে কিনতে হয়েছে ৫২ টাকায়। গত সপ্তাহের মাঝামাঝি এসে পাইকারি বাজারে শ-তে ২০ টাকা কমে ডিমের দাম। ফলে খুচরা বাজারে হালিতে কমেছে দুই টাকা। এ সপ্তাহেও ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা হালি দরে।

মাংসের বাজার
আগের দামেই বাজারে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। প্রতি কেজি গরুর মাংসের জন্য গুনতে হচ্ছে ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা পর্যন্ত। আর খাসির মাংস ৯০০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত।

সবজির বাজার
সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা প্রায় সকল সবজির দাম। বাজার ভেদে টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে, কাকরোল ৭০ থেকে ৮০ টাকা, ঢেড়স ৭০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, করল্লা ৭০ টাকা, চিচিংগা ৭০ থেকে ৮০ টাকা, শশা ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।

কচুর মুখী ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকা, দুন্দল ৭০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে ঝিঙা। পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

ফুল কপি ৫০ টাকা পিস, মিষ্টি কুমড়ার ফালি ২০ তগেকে ৩০ টাকা, কলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লেবুর হালি ৩০ থেকে ৪০ টাকা।

মাছের বাজার
বাজার ভেদে পাঙ্গাশ মাছ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে৷ বড় আকারের ও জীবন্ত পাঙ্গাশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে কেজি প্রতি ২২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।

দুই সপ্তাহ আগেও তেলাপিয়া মাছের দর ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে ছিল। এখন সেই দাম পৌছেছে ১৬০ থেকে ১৮০ টাকায়। বড় আকারের তেলাপিয়ার কেজি ২৫০ টাকা পর্যন্ত।

এছাড়া বাজার ভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৮০ টাকা কেজি দরে। কাতল বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪০০ টাকায়।

নলা মাছ কিনতে কেজি প্রতি ক্রেতাদের গুনতে হচ্ছে ১৮০ থেকে ২৮০ টাকা টাকা পর্যন্ত।

শিং মাছের দাম হাকা হচ্ছে ৬০০ থেকে হাজার টাকা। তবে ৫০০ টাকার কমে শিং মাছ বিক্রি হতে দেখা যায়নি।

আকারভেদে চিংড়ি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে।

ছোট মাছের মধ্যে কাঁচকি ৪০০ থেকে ৬০০ টাকা ও পাবদা মাছ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা দরে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে