নানা চমক নিয়ে আসছে অ্যানড্রয়েড ১৩

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২; সময়: ৬:১৬ অপরাহ্ণ |
নানা চমক নিয়ে আসছে অ্যানড্রয়েড ১৩

পদ্মাটাইমস ডেস্ক : অবশেষে অ্যানড্রয়েড ১৩ আসছে বাজারে। এসে গেছে বলাই ভালো! কারণ গুগল পিক্সেল ফোন ব্যবহারকারীদের ফোনে শিগগিরই অ্যানড্রয়েড ১৩ আপডেট এসে যাবে। পিক্সেলের এই ফোনগুলোতে বর্তমানে অ্যানড্রয়েড ১২ রয়েছে।

চলতি বছরের শেষের দিকে, স্যামসাং, আসুস, নকিয়া, মটোরোলা, ওয়ানপ্লাস, ওপপো, রিয়েলমি, শাওমি, ভিভো-র মতো ব্র্যান্ডের ফোনের জন্যও অ্যানড্রয়েড ১৩ রোলআউট হবে বলে জানা গেছে।

অ্যানড্রয়েড ১৩-এর প্রাইভেসি নীতি: ওএস-এর নয়া ভার্সানে গুগল থার্ড পার্টি অ্যাপগুলোর জন্য মিডিয়া অ্যাক্সেস বন্ধ করে দেবে। এক্ষেত্রে লক্ষ্যণীয়, গত বছরই অ্যাপেল তার আইওএস-এ এই ধরণের প্রাইভেসি আপডেট এনেছিল।

অ্যানড্রয়েড ১৩-এ অ্যাপে এখন থেকে নোটিফিকেশন পাঠানোর আগে ব্যবহারকারীর অনুমতি নিতে হবে। এখন সেটা ডিফল্ট অন থাকে। তবে চাইলে সেটা বন্ধ করতে পারেন ব্যবহারকারীরা।

এছাড়াও কপি করা টেক্সট অটো ডিলিট, ছবি থেকে টেক্সট কপি করা, কাস্টমাইজ করার অপশন ইত্যাদি থাকবে অ্যানড্রয়েড ১৩-তে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে