পিক্সেল ৮এ: গুগল কম দামের স্মার্টফোন আনল

প্রকাশিত: মে ১০, ২০২৪; সময়: ১:০৪ অপরাহ্ণ |
পিক্সেল ৮এ: গুগল কম দামের স্মার্টফোন আনল

পদ্মাটাইমস ডেস্ক : সার্চ জায়ান্ট গুগল নতুন পিক্সেল স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হলো। যার মডেল পিক্সেল ৮এ। এই ফোনের দাম হাতের হাতের নাগালে। দাবি করা হচ্ছে, গুলের সবচেয়ে সস্তা পিক্সেল ফোন এটি।

পিক্সেল ৭এ স্মার্টফোনের উত্তরসুরি পিক্সেল ৮এ। অ্যাডভান্স এআই ফিচার্স রয়েছে স্মার্টফোনে। পাবেন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

গুগল আই/ও ইভেন্টে লঞ্চ হওয়ার কথা ছিল গুগল পিক্সেল ৮এ স্মার্টফোনের। কিন্তু, সবাই চমকে দিয়ে ৭ মে এই ফোন লঞ্চ করে সংস্থা। যার দামে তো চমক রয়েছে, পাশাপাশি ফিচার্সেও রয়েছে নতুনত্ব। বিশেষ করে এআই ফিচারের দিক দিয়ে বেশ অ্যাডভান্স স্মার্টফোন হতে চলেছে গুগল পিক্সেল ৮এ।

এতে পাবেন ইন-বিল্ট জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট সঙ্গে গুগলের নিজস্ব টেনসর জি৩ প্রসেসর। একাধিক ভ্যারিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোন।

গুগল পিক্সেল ৯১ ফোনের কনফিগারেশন-

এই স্মার্টফোনে রয়েছে ৬.১ ইঞ্চির ডিসপ্লে। যার রেজুলেশন ১০৮০x২৪০০ পিক্সেল। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট মিলবে। এই ডিসপ্লে নিরাপদ রাখবে কর্নিং গরিলা গ্লাস।

ব্যাক প্যানেলে রয়েছে ম্যাট ফিনিশ। এই ফোনের প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল সঙ্গে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। সামনেও রয়েছে ১৩মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনের ক্যামেরাতেও রয়েছে এআই ফিচার্স পাবেন বিশেষ ম্যাজিক এডিটর। যা ছবির কোয়ালিটি বাড়াতে ও ছবি রিসাইজ করতে সাহায্য করবে। এতে ৮ জিবি ব়্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাবেন।

অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম থাকলেও আগামী ৭ বছর অ্যানড্রয়েড আপডেট পাওয়া যাবে। নতুন অ্যানড্রয়েড ১৫ আপডেটও পাওয়া যাবে স্মার্টফোনে।

ফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৪৪৯২ এমএএইচ 4492mAh সঙ্গে ওয়্যারলেস চার্জিং। আন্তর্জাতিক বাজারে এই ফোনের দাম ৫০ হাজার টাকার মধ্যে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে