আইফোনে এই ‘অপ্রত্যাশিত’ বৈশিষ্ট্য যোগ হচ্ছে

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২২; সময়: ৩:৩৪ অপরাহ্ণ |
আইফোনে এই ‘অপ্রত্যাশিত’ বৈশিষ্ট্য যোগ হচ্ছে

পদ্মাটাইমস ডেস্ক : অ্যাপল তার সর্বশেষ প্রজন্মের ‘ফোন’ উন্মোচন করতে যাচ্ছে। ৭ সেপ্টেম্বর ‘ফার আউট’ নামের একটি ইভেন্টে অ্যাপল তাদের নতুন সিরিজের ফোন উন্মোচন করবে। ঐ দিন ফ্লাগশিপ ১৪ সিরিজের আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রো প্রকাশ্যে আনবে প্রতিষ্ঠানটি।

অবশ্য এর আগেই সিরিজের ফোনগুলো নিয়ে শুরু হয়েছে নানারকম জল্পনা কল্পনা। ব্লুমবার্গ বলছে, ১৪ সিরিজে টেক জায়ান্ট ২ ট্যারাবাইট স্টোরেজের অপশন দিতে চলেছে ব্যবহারকারীদের।

ধারণা করা হচ্ছে এতে এ১৬ বায়োনিক চিপ ব্যবহার করছে। এছাড়াও সংযুক্ত থাকছে ওয়াইফাই প্রযুক্তির সর্বশেষ ভার্সন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আইফোন ১৪ সিরিজে অ্যাপল বেশ কিছু অপ্রত্যাশিত ফিচার যুক্ত করছে। যা আগে কোনো স্মার্টফোনে দেখা যায়নি।

সংবাদমাধ্যম ম্যাক রিউমারস বলছে, অ্যাপল তাদের নতুন সিরিজে ‘ওয়ার্ল্ডকার্ড ফিচার’ যুক্ত করছে। তবে নতুন সিরিজ বলতে স্মার্টফোন বোঝানো হয়েছে কিনা, সে বিষয় স্পষ্ট করে কিছু বলা হয়নি এই প্রতিবেদনে।

কেননা, টেক জায়ান্ট কোম্পানি এবার আইফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ এসই ও অ্যাপল ওয়াচ প্রো উন্মুক্ত করতে যাচ্ছে।

এদিকে টেক ভিত্তিক সংবাদমাধ্যম ব্লমবার্গ বলছে, আইফোন ১৪ সিরিজে স্যাটেলাইট কানেক্টিভিটি প্রযুক্তি যুক্ত করছে অ্যাপল। ফলে জরুরি মূহুর্তে টেক্সট পাঠাতে সক্ষম হবে ফোনগুলো।

উল্লেখ্য, আইফোন ১৩ উন্মোচনের আগেও এমন গুজব রটেছিল, কিন্তু বাস্তবে তেমনটি দেখা যায়নি। এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন।

ব্লমবার্গ বেশ জোড় দিয়েই তাদের প্রতিবেদনে বলছে, আইফোন ১৪ উন্মোচন অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানটি এ প্রযুক্তি সংযুক্তির বিষয়টি ঘোষণা দেবে। এ লক্ষে ইতোমধ্যেই গ্লোবস্টারের সঙ্গে চুক্তিও করেছে অ্যাপল।

এসবের সত্যতা জানতে অপেক্ষা করতে হবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে