নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহীর বানেশ্বর কলেজে শীর্ষক সেমিনার

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২; সময়: ৬:০৩ অপরাহ্ণ |
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজশাহীর বানেশ্বর কলেজে শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে Emerging IT Sector and Bangladesh ” শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর মঙ্গলবার সেমিনারে বানেশ্বর কলেজের অধ্যক্ষ এসএম একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআইইউ’র উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআইইউ’র সিএসই বিভাগের শিক্ষক তাসনিম আলম আকাশ। বক্তব্য রাখেন এনবিআইইউ’র পরীক্ষা নিয়ন্ত্রক এবং বানেশ্বর কলেজের সাবেক অধ্যক্ষ জোনাব আলী, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর ইফতেখার হোসেন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন এনবিআইইউ’র আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক আব্দুল কুদ্দুসসহ বানেশ্বর কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বানেশ্বর কলেজের অধ্যক্ষকে শুভেচ্ছা উপহার হিসেবে ক্রেস্ট ঘড়ি এবং বই প্রদান করেন এনবিআইইউ’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। বানেশ্বর কলেজের পক্ষ থেকে উপাচার্য স্যারকে ফুলেল শুভেচছা দেওয়া হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে