ল্যাপটপ-ট্যাবলেট দুভাবেই ব্যবহারযোগ্য ক্রোমবুক আনল লেনেভো

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২; সময়: ১২:৪০ অপরাহ্ণ |
ল্যাপটপ-ট্যাবলেট দুভাবেই ব্যবহারযোগ্য ক্রোমবুক আনল লেনেভো

পদ্মাটাইমস ডেস্ক : নতুন ক্রোমবুক মডেল লঞ্চ করল লেনেভো। ‘আইডিয়াপ্যাড ফ্লেক্স ৩আই’ নামের এই ক্রোমবুকের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, একে ল্যাপটপ বা ট্যাবলেট দুরকম ভাবেই ব্যবহার করতে পারবেন। এমনটা সাধারণত দেখা যায় না।

আউট অব দ্য বক্স চিন্তার মাধ্যমে নতুন বছর ল্যাপটপ বাজার চাঙ্গা রাখতে চাইছে লেনোভো। ২০২৩ সালের ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে দ্য কনজিউমার ইলেকট্রনিক্স শো। লাস ভেগাসের নেভাদার সেই বার্ষিক শোয়ের আগেই লেনেভোর এই ল্যাপটপ লঞ্চ যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

ফিচার, স্পেসিফিকেশন-

এই ক্রোমবুক ল্যাপটপে রয়েছে ১২.২ ইঞ্চির একটি আইপিএস টাচস্ক্রিন ডিসপ্লে। এটি ১৯০০x১২০০ পিক্সেল রেজ্যুলেশনের। ডিভাইসটির ডিসপ্লের ব্রাইটনেস ৩০০ নিটস। টিইউভি রেল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত এই ল্যাপটপে রয়েছে ৩৬০ ডিগ্রি হিঞ্জ। ফলে ডিভাইসটিকে একটি ট্যাবলেটে ফোল্ড করা যাবে।

ল্যাপটপটি চালিত হবে ইন্টেল প্রসেসর এন১০০ বা ইন্টেল প্রসেসর এন২০০ এর মাধ্যমে। এতে পেয়ার করা থাকবে ৪জিবি বা ৮জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪জিবি বা ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ। গুগলের ক্রোম অপারেটিং সিস্টেমের সাহায্যে ডিভাইসটি পরিচালিত হবে।

ক্লাউড গ্রে এবং অ্যাবিস ব্লু-এই দুই রঙে মিলবে ডিভাইসটি। ব্যাটারি লাইফ থাকছে ১২ ঘণ্টা। অর্থাৎ এক চার্জেই ১২ ঘণ্টা নিশ্চিন্তে চালাতে পারবেন এটি। লেনোভো লেটেস্ট ডিভাইসের অডিও ফিচারের মধ্যে রয়েছে ২ডব্লিউ স্টিরিও স্পিকার্স, যা ম্যাক্সঅডিও সাপোর্ট করবে।

দাম কত? 

আইডিয়াপ্যাড ফ্লেক্স ৩আই ক্রোমবুকটি লঞ্চ করা ৩৪৯.৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩৭,০৪১ টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৩ সালের মে মাস থেকে এই লেনোভো ক্রোমবুক ক্রয় করতে পারবেন কাস্টমাররা। তবে এটি কবে নাগাদ ভারতে আসবে, সে বিষয়ে সংস্থার তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে