ইনস্টাগ্রাম রিল ভিডিও বানানোর উপায়

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২; সময়: ১০:২৭ পূর্বাহ্ণ |
ইনস্টাগ্রাম রিল ভিডিও বানানোর উপায়

পদ্মাটাইমস ডেস্ক : ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম টিকটকের মতো ছোট ভিডিও আপলোডের সুযোগ দেয়। যা ইনস্টা রিল নামে পরিচিতি পেয়েছে। অনেকেরই জানা নেই কীভাবে রিল ভিডিও তৈরি করে পোস্ট করবেন। চাইলে ২০২২ সালে আপনার জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ভিডিও ও ছবি দিয়ে রিল ভিডিও বানিয়ে বন্ধুদের জন্য পোস্ট করতে পারেন।

কীভাবে ইনস্টাগ্রামে রিল ভিডিও আপলোড করবেন-

রিল তৈরির জন্য ইনস্টাগ্রাম ওপেন করে স্ক্রিনের নিচের দিকে রিল বাটনে ট্যাপ করুন। এর পরে ডান দিকে উপরে ক্যামেরা আইকনে ট্যাপ করুন। এর পরে পছন্দের টেমপ্লেট সিলেক্ট করুন। এজন্য স্ক্রিনের নিচে টেমপ্লেটস অপশন সিলেক্ট করুন।

এখানে আপনি ইনস্টাগ্রামের তৈরি করা বিভিন্ন টেমপ্লেট দেখতে পাবেন। একবার টেমপ্লেট সিলেক্ট করার পরে রিলে নিজের ফোনের গ্যালারি থেকে ছবি অথবা ভিডিও অ্যাড করতে পারবেন।

ছবি ও ভিডিওগুলো সিলেক্ট করার পরে ইনস্টাগ্রাম নিজে থেকেই আপনার 2022 Recap Reel তৈরি করে দেবে। আপনি চাইলে Save সিলেক্ট করে নিজের ডিভাইসে এই রিল সেভ করতে পারবেন। অথবা ফলোয়ারদের সঙ্গে শেয়ার করার জন্য Instagram – এ পোস্ট করতে পারবেন এই রিল।

এখানে যেনে রাখা প্রয়োজন শুধুমাত্র যে ছবি অথবা ভিডিও ইনস্টাগ্রামে সারা বছরে পোস্ট করেছেন সেই ছবি যে রিক্যাপ রিলে শেয়ার করা যাবে তেমন নয়।

নিজের ফোনের গ্যালারি থেকে যে কোনও ছবি অথবা ভিডিও ব্যবহার করেই প্রিসেটের মাধ্যমে এই রিল বানানো যাবে। একাধিক প্রিসেটের মধ্যে যে কোনও একটি বেছে নিয়ে রিল তৈরির কাজ শুরু করতে পারবেন।

প্রতিদিন সেরা মুহূর্তগুলো অনেকেই ইনস্টাগ্রামে স্টোরি অথবা রিল হিসাবে শেয়ার করেন। কিন্তু সারা বছরের সেরা মুহূর্তগুলো মনে করাতে ইনস্টাগ্রামের এই নতুন উদ্যোগ ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে