পূজা হেগড়ের সৌন্দর্যের রহস্য

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২; সময়: ১১:০৭ পূর্বাহ্ণ |
পূজা হেগড়ের সৌন্দর্যের রহস্য

পদ্মাটাইমস ডেস্ক : দক্ষিণী সিনেমার নায়িকা পূজা হেগড়ে। স্নিগ্ধ রূপের কারণে তিনি সবার কাছেই পরিচিত এক নাম। ভক্তদের মতে, ভারতীয় নারীর সৌন্দর্য বলতে যা বোঝায় পূজা একদমই তাই। কীভাবে নিজের সৌন্দর্য ধরে রাখেন এই অভিনেত্রী? তার রূপের রহস্য কী?

ত্বক নিয়ে মোটেও হেলাফেলা করেন না পূজা। নিয়মিত ত্বকের যত্ন নেন তিনি। পূজার ঝলমলে ত্বকের পেছনে রয়েছে বিশেষ এক ফেসপ্যাক। তবে বাজার থেকে এটি কেনেন না তিনি। স্পা বা পার্লারে গিয়েও ফেসিয়াল করান না। ঘরোয়া উপাদান দিয়ে ঘরেই তিনি তৈরি করেন বিশেষ এই প্যাক।

জাদুকরি এই ফেসপ্যাকের জোরেই পূজা এত লাবণ্যময়ী, এত আকর্ষণীয়। হলুদ আর দুধের ক্রিম দিয়ে তৈরি করা হয় এটি। দুধের ক্রিম বা মালাই যা আমরা দুধের সর হিসেবে চিনি তা ত্বকে আর্দ্রতা যোগায়। পাশাপাশি এটি ত্বক এক্সফোলিয়েটও করে। অর্থাৎ, ত্বকে জমা মৃত কোষ দূর করে ত্বককে করে প্রাণবন্ত।

দুধের সর ত্বক থেকে ময়লা, জীবাণু এবং বিষাক্ত পদার্থ সরিয়ে ত্বকে জেল্লা আনে। পাশাপাশি বলিরেখা ও ফাইন লাইনও দূর করে এটি। অন্য নায়িকাদের মতো কার্বোহাইড্রেট দেখলেই দূরে পালান না পূজা। তার রোজকার ডায়েটে সবসময় কার্বোহাইড্রেট আর সামান্য ঘি থাকে। কারণ তার মতে এই দুটো উপাদান ছাড়া ত্বকে জেল্লা আসা সম্ভব নয়।

রোজ সকালে ঘুম থেকে উঠেই খুব ভালো করে মুখ ধুয়ে নেন পূজা। এরপর ত্বকে লাগান ময়েশ্চারাইজার। ফলে সারাদিন ত্বক থাকে আর্দ্র।

বাইরে বের হলে যেন ত্বকে ট্যান না পড়ে, সেজন্য পূজার সঙ্গে সবসময় থাকে সানস্ক্রিন লোশন। অভিনয়ের প্রয়োজনে অভিনেত্রীদের ভারী মেকআপ করতে হয়। তবে শ্যুটিং বা কোনো ইভেন্ট না থাকলে পূজা বিনা মেকআপেই থাকতে পছন্দ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে