ফোনে চার্জ কখন দেবেন?

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২; সময়: ১২:০৯ অপরাহ্ণ |
ফোনে চার্জ কখন দেবেন?

পদ্মাটাইমস ডেস্ক : স্মার্টফোন সঠিকভাবে চার্জ দেওয়ার নিয়ম অনেকেই জানেন না। ফলে দীর্ঘক্ষণ ব্যাকআপ পাওয়া যায় না। ব্যাটারির আয়ু দ্রুত ফুরায়। জানুন ফোনে চার্জ দেওয়ার সঠিক নিয়ম। ঘন ঘন ফোন চার্জে বসালে ক্ষতি হতে পারে ব্যাটারির। সেই ক্ষেত্রে ফোন চার্জে বসানো নিয়ে বিভ্রান্ত হতে পারেন ব্যবহারকারী।

কলিং, মেসেজিং, কেনাকাটা, পেমেন্ট ও টিকিট বুকিং মোবাইল থেকেই করা যায় সব কাজ। কখনেও ভেবেছেন আপনার স্মার্টফোনের ব্যাটারি লাইফ কীভাবে বৃদ্ধি করা যায়।

সারাদিন ফোন ব্যবহার করলে সব সময় ফুল চার্জ করে রাখতে হবে এমন নয়। ফোনটি সঠিকভাবে চার্জ করার একটি নির্দিষ্ট উপায় রয়েছে। আপনি যদি ফোন সঠিকভাবে চার্জ করেন,তাহলে আপনার ফোনের ব্যাটারি লাইফ ভাল থাকবে।

কীভাবে ভালো রাখবেন ফোনের ব্যাটারি?

অনেকে মনে করেন, ফোন ১০০ শতাংশ চার্জ করলে ভালোভাবে কাজ করা যায়। এর ফলে ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে,যদিও আসলে বিষয়টি তেমন নয়।

প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, ফোনের মাত্র ৮০-৯০ শতাংশ চার্জ করা উচিত। পুরো ব্যাটারি চার্জ করা স্মার্টফোন লাইফের জন্য ভালো নয়। তাই ফোনটি ১০০ শতাংশ চার্জ করবেন না।

কেউ কেউ ফোন পুরোপুরি ডিসচার্জ হওয়ার পরে চার্জ করেন। এই কাজ করা উচিত নয়। ফোনের ব্যাটারি ২০ শতাংশে গেলেই চার্জে রাখা উচিত।

এক্ষেত্রে,মনে রাখবেন আপনার মোবাইল যদি ২০ শতাংশ চার্জে পৌঁছে যায়, তখনই আপনি এটি চার্জ করতে পারেন। মনে রাখবেন, ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ব্যাটারি আপনার ফোনের জন্য ভালো।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে