২০২৩ সালে যেসব ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসবে

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৩; সময়: ৯:৫৭ পূর্বাহ্ণ |
২০২৩ সালে যেসব ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসবে

পদ্মাটাইমস ডেস্ক : বাজার মাতাতে প্রতিবছরই আসে অজস্র ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ২০২৩ সালেও আসবে একগুচ্ছ ফোন। জেনে নিন কোন কোন কোম্পানি এ এবছর কোন কোন মডেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনবে।

এবছর বাজারে আসবে অ্যাপলের সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন আইফোন ১৫। এবছর আইফোন ১৫ আল্ট্রা মডেল বাজারে আসবে সেপ্টেম্বরে। ২০২৩ সালে গুগল তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল ৮ প্রো বাজারে আনবে। ফোনটি অক্টোবর মাসে বাজারে আসবে।

গুগলের এই ফোনে থার্ড জেনারেশন প্রসেসর এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই গুগল পিক্সেল ফোনে থাকতে পারে আকর্ষণীয় ক্যামেরা।

এবছর স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলের ফোন বাজারে আসবে। এবছরের ফেব্রুয়ারি মাসে ডিভাইসটি বাজারে আসতে পারে।

এই ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন জেনারেশন ৮ ২ প্রসেসর। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনের তুলনায় আধুনিক ও উন্নত মানের ক্যামেরা ফিচার থাকতে পারে গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেলে।

২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে বাজারে আসার কথা রয়েছে ওয়ানপ্লাস ১১ মডেল। কোম্পানির সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন এটি। ফোনটিতে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর।

ওয়ানপ্লাসের আসন্ন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা, ২কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে