জেমিনি সি-ফুড ও লেঙ্ক ফ্রোজেনের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: মার্চ ৮, ২০২৩; সময়: ৪:৪৪ অপরাহ্ণ |
জেমিনি সি-ফুড ও লেঙ্ক ফ্রোজেনের মধ্যে চুক্তি স্বাক্ষর

পদ্মাটাইমস ডেস্ক : জেমিনি সি-ফুড লিমিটেড তার ঢাকায় ধানমন্ডির অফিসে লেঙ্ক ফ্রোজেন ফুডস (এশিয়া) কোম্পানি লিমিটেডের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সম্পন্ন হয়েছে।

এই চুক্তির মাধ্যমে জেমিনি সি-ফুড লিমিটেড বাংলাদেশ থেকে বিশ্ব বাজারে সর্বোচ্চমানের সি ফুড সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লেঙ্ক ফ্রোজেন ফুডসের ম্যানেজিং ডিরেক্টর হেইকো লেঙ্ক এবং জেমিনি সি-ফুড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, ডিরেক্টর কাজী আনিস আহমেদ এবং কাজী নাবিল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

জিএসএফএল ইতিমধ্যেই একটি এএসসি, বিএপি, এসইডিইএক্স-সহ আরও অনেক আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্জন করেছে। এলএসএফএল সম্প্রতি বাংলাদেশে ‘এএসসি গ্রুপ ফার্মার্স সার্টিফিকেশন’ এর পাইলট প্রকল্পের জন্য এএসসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই সহযোগিতা জিএসএফএল এবং এলএসএফএল উভয়কেই সর্বোত্তম কোয়ালিটির সি-ফুড উৎপাদন ও সরবরাহ নিশ্চিতে এবং সম্মিলিতভাবে বাংলাদেশের সি-ফুড সেক্টরে একটি শক্তিশালী প্রতিযোগী হতে সাহায্য করবে।

জেমিনি সি-ফুড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ বলেন, আমরা বাংলাদেশে ইনোভেটিভ এবং সর্বোত্তম কোয়ালিটির সি-ফুড শিল্পে বিপ্লব ঘটাতে লেঙ্ক ফ্রোজেন ফুডসের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে