নিজস্ব উন্নয়নের মাধ্যমে বিশ্বকে সুযোগ দেবে চীন

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩; সময়: ১:৪৬ অপরাহ্ণ |
নিজস্ব উন্নয়নের মাধ্যমে বিশ্বকে সুযোগ দেবে চীন

পদ্মাটাইমস ডেস্ক : চীন নিজের স্থিতিশীলতার মাধ্যমে বিশ্বকে আরও নিশ্চয়তা প্রদান করবে এবং নিজের নতুন উন্নয়নের জন্য বিশ্বকে আরও নতুন উন্নয়নের সুযোগ প্রদান করবে।

বিশ্ব ব্যাংক প্রকাশিত ‘পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম ছয় মাসের অর্থনীতি বিষয়ক প্রতিবেদন’ সম্পর্কে কথা বলতে গিয়ে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মাও নিং বলেন, গত সপ্তাহে বোয়াও এশিয়া ফোরাম এশিয়ার অর্থনীতি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, চলতি বছর এশিয়ায় সামুদ্রিক পুনরুদ্ধার দ্রুত হয়েছে।

বৃদ্ধির হার সময়কালে বিশ্বের গড় বৃদ্ধির হারের তুলনায় বেশি বলে অনুমান করা হচ্ছে। চীন এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির বৃহত্তম চালিকাশক্তি হবে।

মাও নিং আরও বলেন, বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে অনেক দেশ চিন্তিত যে যুক্তরাষ্ট্র অন্য দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে বাণিজ্যিক সংরক্ষণবাদে অবিচল রয়েছে এবং বিশ্ব উৎপাদন ও সরবরাহের স্থিতিশীলতা লঙ্ঘন করছে, যা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির জন্য প্রতিকূল এবং কোনো দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

সম্প্রতি বিশ্ব ব্যাংক পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রথমার্ধের অর্থনীতিবিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, চীনের অর্থনীতির ব্যাপক উন্নতির ফলে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নশীল অর্থনৈতিক সত্ত্বার প্রবৃদ্ধির হার চলতি বছর ৫.১ শতাংশে পৌঁছাবে।

প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তিগত বিচ্ছিন্নতা এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা এশিয়ার প্রবৃদ্ধির জন্য দীর্ঘকালীন হুমকি সৃষ্টি করবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে