কুমিল্লায় হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩; সময়: ২:১২ অপরাহ্ণ |
কুমিল্লায় হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

পদ্মাটাইমস ডেস্ক:  সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিরন জাহান এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, লিপি আক্তার, রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজিব। তারা সবাই নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার সময় লিপি আক্তার ও সজিব পলাতক ছিলেন। বাকি তিন আসামির উপস্থিতিতে রায় পড়ে শোনান বিচারক।

মামলাসূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায় একটি ডোবার মধ্যে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, এটি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার উলু পাড়া গ্রামের বাসিন্দা আমেরিকা ফেরত আকবর হোসেন বাবুলের মরদেহ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন জানান, কুমিল্লা লাকসাম থানার উপপরিদর্শক শেখ মিল্টন রহমান বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি হত্যা দায়ের করেন। এ ঘটনায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। আসামিদের মধ্যে ৪ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে