হোয়াটসঅ্যাপে অনলাইন স্ট্যাটাস লুকানোর উপায়

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩; সময়: ১২:৫৮ অপরাহ্ণ |
হোয়াটসঅ্যাপে অনলাইন স্ট্যাটাস লুকানোর উপায়

পদ্মাটাইমস ডেস্ক : হোয়াটসঅ্যাপে অনলাইন থাকা নিয়ে নির্দিষ্ট কারও সঙ্গে ঝামেলা হয়? আবার ধরুন আপনি নিজের ইচ্ছায় অনলাইন আছেন কিন্তু কথা বলতে চাইছেন না। সে দেখতে পাচ্ছে আপনি অনলাইন তাই বার-বার ম্যাসেজও করে যাচ্ছে। এর বিরক্তিকর পরিস্থিতিতে প্রায় অনেককেই পড়তে হয়েছে।

আপনি চাইলেই আপনার অনলাই স্ট্যাটাস বন্ধ করে রাখতে পারবেন। এমন কি আপনি কখন শেষ অনলাইন ছিলেন, তাও জানতে পারবে না কেউ। সেটাও বন্ধ করা যায় হোয়াটসঅ্যাপে। সেই ফিচারটিকে বলে ‘লাস্ট সিন স্ট্যাটাস হাইড’। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তাই যারা এই দুইটি ফিচার এখনও কাজে লাগাননি, তারা দেখে নিন কীভাবে লুকিয়ে রাখবেন ‘লাস্ট সিন স্ট্যাটাস’ ও ‘অনলাইন স্ট্যাটাস’।

হোয়াটসঅ্যাপে কীভাবে লাস্ট সিন লুকাবেন?

আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।
স্ক্রিনের উপরের ডানদিকে কোণায় তিনটি বিন্দুতে ক্লিক করুন।
এবার এখানে আপনাকে সেটিংস-এ যেতে হবে।
তারপর সেখানে অ্যাকাউন্টে ট্যাপ করুন।
তারপর প্রাইভেসি অপশনটি ক্লিক করুন।
এখানে আপনি লাস্ট সিন অপশনটি দেখতে পাবেন।
লাস্ট সিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি চারটি অপশন পাবেন।
আপনাকে তিন নম্বর অপশনে (মাই কন্ট্যাক্টস এক্সসেপ্ট) ক্লিক করতে হবে।

ক্লিক করার পরে, হোয়াটসঅ্যাপ আপনার ফোনের কনট্যাক্ট লিস্ট দেখতে পাবেন। এই লিস্ট থেকে আপনি বেছে নিতে পারবেন যাদের কাছ থেকে আপনি আপনার লাস্ট সিন লুকাতে চান।

এরপরে একটি রাইট চিহ্নে ক্লিক করলেই আপনার কাজ শেষ।

হোয়াটসঅ্যাপে অনলাইন স্ট্যাটাস বন্ধ করার উপায়

এত গেল লাস্ট সিন হাইড করার উপায়। এবার আসা যাক অনলাইন স্ট্যাটাস হাইডের ফিচারে। হাইড করার আগে জেনে নিন এই ফিচার কীভাবে কাজ করে? সাধারণত যখন কেউ অনলাইন থাকে তখন আপনি দেখতে পান। তার ক্ষেত্রেও এটাই হয়, যখন আপনি অনলাই থাকেন। অনলাইন স্ট্যাটাস করার পরে আপনি অনলাইন থাকলেও অন্য কেউ জানতে পারবে না যে, আপনি সেই মুহূর্তে অনলাইন আছেন। তাই আপনি যদি আপনার অনলাইন স্ট্যাটাস লুকাতে চান, তাহলে দেখে নিন এর উপায়।

আপনি যদি অ্যানড্রয়েড ব্যবহার করেন তবে আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
‘মোর’ অপশনে ক্লিক করুন।
এখন সেটিংস অপশনে ক্লিক করে প্রাইভেসিতে যান।
তারপরে লাস্ট সিন অ্যান্ড অনলাইন অপশন আসবে, সেটিতে ক্লিক করুন।
অনলাই স্ট্যাটাস হাইড করতে তিন নম্বর অপশন অর্থাৎ মাই কন্ট্যাক্টস এক্সসেপ্টে ক্লিক করুন।
তারপরে আপনার কনট্যাক্ট লিস্ট থেকে যাদেরকে আপনি অনলাইন স্ট্যাটাস দেখাতে চান না, তাদের সিলেক্ট করে রাইট চিহ্নে ক্লিক করলেই হয়ে যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে