মহাদেবপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩; সময়: ৪:২৩ অপরাহ্ণ |
মহাদেবপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ জন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তারি পরোয়ানা মূলে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার সারতা গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে আবুল কালাম আজাদ, কুঞ্জবন লক্ষণপুর গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে লতিফ মন্ডল, শহরাই উত্তরপাড়ার আব্বাস আলী মন্ডলের ছেলে আজাহার আলী ও তার ভাই আসাদ আলী মন্ডল।

এছাড়াও গ্রেপ্তারকৃত অন্যান্য আসামীরা হলেন, আতুড়া গ্রামের  আব্দুল জব্বারের ছেলে রুবেল হোসেন, মাদিশহর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে আবু খায়ের মন্ডল, আতড়া পূর্বপাড়া গ্রামের গোবিন্দ মহন্তের ছেলে গ্রোরাঙ্গ ওরফে লাড্ডু মহন্ত, রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রায়হান আলী, শিবগঞ্জ উত্তরপাড়ার আনোয়ার হোসেনের ছেলে ইমদাদ মিঞা, উজানী গ্রামের মাজেদ আলীর ছেলে  হাফিজুল ইসলাম, মৃত আব্দুল মজিদের ছেলে  শাহীন মন্ডল, গোবিন্দপুর গ্রামের মৃত তরেজ উদ্দিনের ছেলে  আফজাল হোসেন, আফজাল হোসেনের স্ত্রী মতিজান বিবি।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম গত শনিবার রাতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ৪ জনসহ বিভিন্ন মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করে।

গতকাল রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে