কচুয়া-রহিমানগর সড়কে ব্রীজে ফুটো ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৩; সময়: ৫:৫০ অপরাহ্ণ |
কচুয়া-রহিমানগর সড়কে ব্রীজে ফুটো ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া-রহিমানগর সড়কের হাসিমপুর গ্রাম সংলগ্ন রাস্তায় ব্রীজের মাঝামাঝি ফুটো (ভেঙ্গে) যাওয়ায় দুর্ভোগ রয়েছে যান চালক ও এলাকাবাসী । এতে করে যেকোনো সময়ে প্রানহানি সহ বড় দূর্ঘটনার আশংকা রয়েছে।

সরেজমিনে জানা গেছে, কচুয়া-রহিমানগর-মাধাইয়া ব্যস্ততম এ সড়কে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করছে। এ রাস্তার হাসিমপুর অংশে ব্রীজ দীর্ঘদিন ভেঙ্গে যাওয়ায় সংস্কার কিংবা নতুন করে ব্রীজ নির্মানের উদ্যোগ না নেয়ায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, ওই ব্রীজটি সংস্কারে এলজিইডি কার্যালয়কে অবহিত করা হয়েছে। এদিকে জন চলাচলের স্বার্থে দ্রুত ব্রীজটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে