মান্দায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩; সময়: ৩:৪৪ অপরাহ্ণ |
মান্দায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে নওগাঁর মান্দায় কুকুরকে ব্যাপকহারে টিকাদান কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এ কার্যক্রম বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর সিভিল সার্জন আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়ের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুজ্জামান, ভেটেরিনারী সার্জন বেনজির আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তাসনিম হোসেন আরিফ, এমডিভি সুপার ভাইজার আব্দুল্লাহ আল রোমান ও ইসতিয়াক ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামি ১৩ এপ্রিল থেকে মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে কুকুরকে ব্যাপকহারে ভ্যাকসিন দেওয়া হবে। পাঁচদিন ব্যাপি এ কার্যক্রমে অংশ নেবে ৩১টি প্রশিক্ষিত টিম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে