ঢাকা সফর করলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়ার এমডি

প্রকাশিত: মে ১৭, ২০২৩; সময়: ১:০২ অপরাহ্ণ |
ঢাকা সফর করলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড এশিয়ার এমডি

পদ্মাটাইমস ডেস্ক : স্ট্যান্ডার্ড চার্টার্ডের এশিয়া অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কভারেজ নিক হুয়াং সম্প্রতি ঢাকায় আসেন। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দু’দিনের সফরে নিক হুয়াং ব্যাংকের ক্লায়েন্ট এবং স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন।

তাঁর এ সফরের উদ্দেশ্য ছিল বিশ্বের অন্যতম দ্রুতবর্ধমানশীল বাজারটি কাছ থেকে পরিদর্শন করা।

সফরজুড়ে তিনি পর্যবেক্ষণ করেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড কীভাবে দেশীয় বাজারকে ডিজিটালি রূপান্তরিত করছে, নতুন উদ্ভাবন ঘটাচ্ছে, টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করছে এবং ক্লায়েন্টদের সেরা মানের অভিজ্ঞতা দিতে কাজ করছে।

নিক হুয়াং চলতি বছরের মার্চে স্ট্যান্ডার্ড চার্টার্ডের এশিয়া রিজিয়নের ক্লায়েন্ট কভারেজ, করপোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের (সিসিআইবি) প্রধান হিসেবে নিযুক্ত হন।

ব্যাংকিং খাতে ৩৪ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন নিক হুয়াংয়ের এশিয়া ও উত্তর আমেরিকায় কাজের অভিজ্ঞতা রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে