সম্পত্তিগত বিরোধে কচুয়ায় কৃষকের ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ

প্রকাশিত: মে ২১, ২০২৩; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
সম্পত্তিগত বিরোধে কচুয়ায় কৃষকের ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ার আটোমোর গ্রামে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্রে করে ফজলুল হক ও মুসলিম বেপারী নামের দুই কৃষকের জমির ভুট্টা গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গ্রামের মরিয়ম আক্তারের স্বামী মোসলেম মিয়া গংদের দায়ী করে ক্ষতিগ্রস্থ কৃষক ফজলুল মিয়া বাদী হয়ে রবিবার কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে প্রকাশ্যে আটোমোর গ্রামে বাদী ফজলুল হকের ক্রয়সূত্রে দখলীয় ভুট্টার জমিতে একই এলাকার মরিয়ম আক্তারের স্বামী মোসলেম মিয়ার ইন্দনে বহিরাগত লোকজন প্রভাব খাটিয়ে ভুট্টা গাছ কেটে জমি দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে আছমা বেগম ও সালামত নামের দুইজনকে বেধম মারধর করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার ন্যায় বিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে