নাটোরে বেঁজি উদ্ধার ও অবমুক্ত

প্রকাশিত: ২৮-০৫-২০২৩, সময়: ১২:১১ |
Share This

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বেঁজি উদ্ধার ও অবমুক্ত করেছে,বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-বিবিসিএফ’র সদস্য সবুজ বাংলার একটি টিম।

রোববার সকালে বেঁজি উদ্ধার ও অবমুক্ত করা হয়।

স্থানীয়দের দেওয়া তথ্যে উপজেলার মাধনগরের মৃধাপাড়া এলাকায় অভিযানকালে স্থানীয়দের সহযোগিতায় ১বেঁজি উদ্ধার করা হয়। বেঁজি শিকারি ভুল বুঝতে পাড়ায় এবং এমন কাজ করবেনা-তাছাড়া বন্যপ্রানী সংরক্ষণে কাজ করবে মর্মে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী বলেন, নাটোরের বিভিন্ন এলাকার কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় বন্যপ্রানী শিকারীরা অভিনব কায়দায় প্রচুর বন্যপ্রানী শিকার করে। বিষয়গুলো আমরা কড়া নজরদাড়ি রাখছি। বন্যপ্রানী নিয়ে অবৈধ কার্যকম বন্ধে এমন অভিযান অব্যহত থাকবে।

পরবর্তীতে উদ্ধারকৃত বন্যপ্রাণী(বেঁজিকে) প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,পরিবেশকর্মী সজিব সরদার,রাকিব হোসেনসহ অনেকে।

উল্লেখ্য,বন্যপ্রানী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী( সংরক্ষণ ও নিরাপত্তা)আইন- ২০১২ অনুযায়ী-বন্যপ্রানী শিকার,হত্যা,আটক ও ক্রয়-বিক্রয় করলে,কারাদন্ড ও জরিমানার বিধান রয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে